chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ নেই,হার্টও ভাল আছে-ডা. জাহিদ হোসেন

রাজনীতি ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান, ইসিজি, ইকো প্রভৃতি হৃদরোগের পরীক্ষা এভারকেয়ার হাসপাতালে করা হয়েছে বলে জানিয়েছে ডা. জাহিদ হোসেন।

তাছাড়া গতকাল যে টেস্ট হয়েছে তাতে কোনো প্রকার ইনভলভমেন্ট ধরা পরেনি। কাজেই এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া। পাশাপাশি বেগম খালেদা জিয়ার হার্টেও তেমন কোনো সমস্যা নেই বলে জানান এই চিকিৎসক।

বুধবার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা খুব আশাবাদী মেডিকেল টিমের পরামর্শক্রমে তাকে বাসায় নিতে পারবো।

এর আগে ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন।

দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হলে চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর