chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুস্থতার দিকে এগোচ্ছেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ : করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতার দিকে এগোচ্ছেন। আগের তুলনায় এখন কিছুটা ভালো আছেন তিনি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন,  ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। শারীরিক অবস্থাও ভালো আছে। গত চারদিনে তাঁর জ্বর আসেনি। দুর্বলতা ছাড়া অন্য কোনো সমস্যা নেই।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং আবদুল্লাহ আল মামুন বুধবার (২১ এপ্রি) রাত ১০টার পর গুলশানে তাঁর বাসায় যান।

গণমাধ্যমকে ডা. জাহিদ বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তাঁর শারীরিক দুর্বলতা আছে। তবে দিন দিন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘আজ (বুধবার) খালেদা জিয়ার করোনায় আক্রান্তের ১৪ দিন শেষ হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৯৯ আছে। চেস্ট ক্লিয়ার, কাশি নেই। তিনদিন ধরে তাঁর শরীরে জ্বর নেই। আগামী সপ্তাহে করোনা পরীক্ষা করা হবে। ফলাফল পাওয়ার পর বোর্ড সদস্যদের নিয়ে পর্যালোচনা করা হবে। চিকিৎসক হিসেবে বলতে পারি উনার অবস্থার উন্নতি হয়েছে।’

খালেদা জিয়া ছাড়াও বাসায় যারা করোনা আক্রান্ত ছিলেন তাদের একইভাবে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এ জেড এম জাহিদ। তিনি বলেন, বাসার অন্য যারা করোনা পজিটিভ, সবাই সুস্থ আছেন।

ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর