chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অপহরণের ৪ বছর পর সীতাকুণ্ডের মাটির নিচ থেকে উদ্ধার হল কঙ্কাল

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ডে অপহরণের ৪ বছর পর সালাউদ্দিন নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি।

আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের চিপায় ত্রিপুরাপাড়া থেকে আসামীর স্বীকারোক্তি মোতাবেক মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।

জানা যায়, ২০১৬ সালে তার বউয়ের সাথে পরকীয়ার জেরে সালাউদ্দিনকে গুম করে পাহাড় পাদদেশে নিয়ে খুন করে আলাউদ্দিন মাটিতে পুঁতে ফেলে। এ ঘটনায় তখন সীতাকুণ্ড মডেল থানায় মামলার দায়ের হলে আসামী আলমগীরকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন মামলা চলার পর আসামী জামিনে বের হয়ে আসে। তখন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আসামী আলমগীরকে সিআইডি গ্রেফতার করে বাড়ি থেকে।

তার স্বীকারোক্তি মতে আজ তাকে নিয়ে পাহাড়ে গেলে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়। সালাউদ্দিন কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘিরপার এলাকার নুরুল ইসলামের পুত্র। আলমগীর ঐ এলাকার নুর আলম মেম্বারের পুত্র।

কঙ্কাল উদ্ধারের সময় সিআইডির সাথে ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম এবং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর