chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির পেছনের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং চারটি বিদেশী টসলাইট নিয়ে যায় চোরেরদল।

গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার পৌরসভার নোনাছড়ার ১নং ওয়ার্ডের প্রবাসী আবু তাহেরের মালিকানাধীন তাহের ম্যানশনে দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।

এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী নুর নাহার বেগম। তিনি বলেন, সোমবার দুপুরে ছেলে মেয়েকে নিয়ে সীতাকুণ্ড পৌরসদরে ডাক্তারের কাছে যান।

বিকাল ৫টার দিকে তিনি বাড়ি ফিরে বাড়ির দরজায় লাগানো ৪টি তালা ভাঙ্গা দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন দুইটি আলমারির সমস্ত কাপড় ছোপড় সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘর থেকে নগদ টাকা, স্বর্ণলংকার, ল্যাবটপসহ বেশ কিছু জিনিস খোয়া গেছে বলে তিনি জানান।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা থানায় চুরির অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর