chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাসিরাবাদে সেহেরীর সময় চুরি, মূল্যবান মালামাল লুট

চট্টগ্রামের নাসিরাবাদ আবাসিক এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। শুক্রবার ভোর রাতে আবাসিক এলাকার ২ নং রোডের ২১ নং বাড়ীর চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। সেহেরীর খাবার সময়ে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

পরিবারের সদস্যরা জানান, সেহেরীর সময় দারোয়ান কে খাবার পৌছে দেয়ার জন্য বাসার দরজা খোলা হয়। মুহুর্ত্বের মধ্যে রুমে ডুকে চোরেরা ২টি ল্যাপটপ,২টি মোবাইল সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে এসব মুল্যবান জিনিস নিদিষ্ট স্থানে না পেয়ে চুরি হওয়ার কথা জানতে পারে।

গার্মেন্টস ব্যবসায়ী আকতার হোসেন মোরশেদ জানান, তার সেজ ভাইসহ এ বাসায় পরিবার নিয়ে থাকেন। সেহেরীর সময় দরজা খুলে নিচে দারোয়ানের খাবার পৌছানো হয়। এই কম সময়ের মধ্যে ফ্ল্যাটে প্রবেশ করে মুল্যবান জিনিস নিয়ে যাওয়ার ঘটনায় তারা শঙ্কিত। যদিও চট্টগ্রামের অভিজাত আবাসিক নাসিরাবাদ হাউজিং এ রোডে সিএমপির উর্ধতন কর্মকর্তা সহ প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা বসবাস করেন।

এই বিভাগের আরও খবর