chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীর বৃহৎ ইয়াবার চালান মিললো ট্রাকে,আটক ২

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের হাতে ধরা পড়েছে উপজেলায় এযাবৎ কালের সবচেয়ে বৃহৎ ইয়াবার চালান। আরাকান সড়কের গোমদন্ডী ফুলতল এলাকায় একটি ট্রাক তল্লাশি করলে এসব ইয়াবা মেলে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বৃহৎ ইয়াবার চালানে জড়িত থাকায় ২ জনকে আটক ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত ট্রাকটি (পিরোজপুর ড-১১-০৩০৯) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- কক্সবাজার ঝিলংঝার ৬ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার মো ছলিমুল্লাহর ছেলে কামরুল ইসলাম (২৪) ও ডিঙ্গাপাড়া বটতলী করনিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রাশেদ (২৫)। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম বলেন, বোয়ালখালীতে এটি এযাবৎ কালের সবচেয়ে বৃহৎ ইয়াবার চালান। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আরকান সড়কের শাকপুরা বড়ুয়া টেক এলাকায় একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...