chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭) অক্টোবর সকাল ১১ টার সময় চাম্বল ন্যাশনাল হাসপাতালের দক্ষিণ পার্শ্বে চট্টগ্রাম শহরগামী সুপার সার্ভিস নামে একটি চলন্ত বাসের ধাক্কায় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

আহত শিক্ষার্থী তানজিলা (১৬) ও মোবারেকার(১৫) অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তানজিলা চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার ফেরদৌসের কন্যা আর মোবারেকা একই এলাকার বাদশা মিয়ার কন্যা। তারা দুজনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। দুজনই ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের ধাক্কায় ঘটনাস্থলে পড়ে যায় ওই দুই শিক্ষার্থী। সেখান থেকে আহতদেরকে প্রথমে নিকটস্থ বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় চমেকে প্রেরণ করেন।

চাম্বল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন জানান, আমাদের ওই দুই শিক্ষার্থী প্রধান সড়ক দিয়ে হেঁটে স্কুলে আসার সময় চাম্বল বাজার ন্যাশনাল হাসপাতালের দক্ষিণে প্রধান সড়কে চট্টগ্রাম শহরগামী একটি সুপার সার্ভিস পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় তারা দু’জন গুরুতর আহত হয়। পরে আমরা তাদেরকে চমেক নিয়ে আসি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর