chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গতিসীমা মেনে চললে সড়ক দুর্ঘটনা কমবে

চট্টলা ডেস্ক : “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শীর্ষক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক গাড়ী চালক সমাবেশে বক্তারা বলেছেন, গাড়ির অনিয়ন্ত্রিত গতি দুর্ঘটনার অন্যতম একটি কারণ। নিয়ন্ত্রিত গাড়ি চালালে সড়কে সিংহ ভাগ দুর্ঘটনা কমবে। তাই এখন গাড়ির গতি কমিয়ে জীবন বাঁচাতে হবে।গাড়ির গতিসীমা মেনে চলতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে। গাড়ির গতিসীমা মেনে চলা প্রয়োজন।

শুক্রবার (১৫ অক্টোবর) নগরীর দক্ষিণ খুলশী বিজিএমইএ ভবনস্থ মাহাবুব আলী হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শীর্ষক গাড়ী চালক সমাবেশে সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন (বেলাল), বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, এই চট্টগ্রামের রাস্তায় যত গর্ত আছে, পুরো পৃথিবীর রাস্তায় এত গর্ত আছে কিনা সন্দেহ। উন্নত বিশ্বের কথা বাদ দিন, আমাদের প্রতিবেশি দেশ ভারতেও রাস্তায় কোন গর্ত নেই। খানাখন্দে ভরা এই ধরনের রাস্তায় যান চলাচল নিরাপদ রাখতে অনেক বেশি সচেতনতা দরকার। আর সেটিরই বড় অভাব।

তিনি বলেন, রাস্তা একটি জড় পদার্থ। রাস্তা কাউকে আপদে ফেলতে পারে না। এই রাস্তার সাথে আপদ যুক্ত করছি আমি, আপনি, আমরা। আমরা প্রত্যেকে যদি আইন মানি, শুধুমাত্র নিজেই আইন মেনে চলাচল করি তাহলে সড়ক বহু বেশি নিরাপদ হয়ে উঠবে।
শুধুমাত্র নিজের জন্য,নিজের পরিবারের জন্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি চালকদের উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তানের জন্যই আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার পরিবারের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি নিজের নিরাপত্তার জন্য, নিজে বেঁচে থাকার জন্য সচেতন হয়ে সুষ্ঠুভাবে গাড়ি চালালে অনেক অঘটনই ঘটবে না। আপনি, আপনার প্রতিবেশি, সমাজ এবং দেশ নিরাপদ থাকবে।

প্রধান বক্তা ইলিয়াছ কাঞ্চন বলেন, যানবাহন সব সময়ই নিয়ন্ত্রণ করে চালাতে হবে। নিয়ন্ত্রণহীন গতি মানুষের জীবনের গতিই থামিয়ে দিতে পারে। কারণ অনিয়ন্ত্রিত গাড়ির গতি দুর্ঘটনার অন্যতম কারণ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমার আপনার সকলেরই দায়িত্ব আছে। কেবল এক পক্ষের ওপর দায় চাপালে হয় না। যাত্রী বা পথচারি হিসাবে আমার নিজেরও কিছু দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব পালন করলেও দুর্ঘটনা অনেকাংশে কমবে।

কাঞ্চন আরো বলেন, আমাদের সকলকে সব জায়গায় নৈতিকতার পরিচয় দিতে হবে। আমি আমার জায়গায় নৈতিকতা প্রতিষ্ঠা করলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। সড়ক দুর্ঘটনাও একটি সমস্যা। আমি নিজে সচেতন, দায়িত্বশীল ও নৈতিকতার পরিচয় দিলে দুর্ঘটনা কমবে।

সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রোধ করতে পারব অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর