chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিরাপদে ওমান পৌঁছালো টাইগাররা

খেলা ডেস্ক: অবশেষে নিরাপদে ওমানের রাজধানী মাসকাটে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে যাত্রা কিছুটা বিলম্বিত হয়। তবে শঙ্কা কাটিয়ে ওমানে পৌঁছেছেন ক্রিকেটাররা।

এর আগে, রোববার রাত প্রায় পৌনে ১টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ক্রিকেটাররা।

সবারই মনে শঙ্কা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিরাপদে মাসকাটে গিয়ে পৌঁছাতে পারবেন তো? শেষ পর্যন্ত বিসিবি থেকে পাঠানো ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, টাইগাররা ক্রিকেটাররা নিরাপদেই ওমানের রাজধানীতে গিয়ে পৌঁছেছে।

ঢাকার সঙ্গে মাসকাটের সময়ের ব্যবধান দুই ঘণ্টা। বাংলাদেশের পৌনে ১টা মানে মাসকাটে পৌনে ১১টা। প্রায় ৪ ঘণ্টার বিমানভ্রমণ। সে হিসেবে মাসকাটে গিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পৌঁছেছে রাত প্রায় পৌনে ৩টা থেকে ৩টার দিকে। সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় পারস্য উপসাগরের তীরবর্তী একটি হোটেলে।

ওই হোটেলে একদিন রুম কোয়ারেন্টাইন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধু তাই নয়, আজ থেকেই ক্রিকেটাররা মাসকাটে করোনা বায়ো-বাবলের মধ্যে প্রবেশ করে ফেললেন। রুম কোয়ারেন্টাইন শেষ করে আগামীকাল থেকেই বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ অ্যান্ড কোং।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর