chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গায় প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনে মেয়র

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ও অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের স্থান পতেঙ্গা সৈকত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

পরিদর্শনকালে মেয়র বলেন, প্রতিবছর সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন শেষে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন করতে চসিক সার্বিক প্রস্তুতি গ্রহণ করে।

এবারের পূজাতেও প্রতিমা নিরঞ্জন যাতে সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা যায় সেজন্য কাউন্সিলর, পূজা কমিটিসহ সনাতনী সম্প্রদায়ের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও পূজা উদযাপন কমিটি প্রতিমা নিরঞ্জনের শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করবে।

সৈকত এলাকা পরিদর্শনকালে কাউন্সিলর ছালেহ্ আহম্মেদ, আবদুস সালাম মাসুম, আবদুল মান্নান, মোর্শেদ আলী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক হিল্লোল সেন উজ্বল, সহ-সভাপতি সুমন দেবনাথ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর