chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেড় বছর পর খুললো ঢাবির লাইব্রেরি

চট্টলা ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। সেই গ্রন্থাগার আজ রোববার শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।

এদিন সকালে চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থীরা পরিচয়পত্র ও টিকার সনদ দেখিয়ে গ্রন্থাগারে প্রবেশ করেন।

এ দিন গ্রন্থাগার পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, গ্রন্থাকারিক অধ্যাপক ড. নাসির উদ্দীন মুন্সীসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত স্বাস্থ্য সচেতন। আমি দেখে আনন্দিত যে, সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। আশা করছি, সবাই শিক্ষার্থীদের মতো এ ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ, আমরা যেভাবে নির্দেশ দিয়েছি তারা সেভাবে লাইব্রেরিতে এসেছেন। করোনাকালে শিক্ষার্থীদের এই সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। পুরো জাতি এখান থেকে শিখবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর