chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্ধ থাকছে কেজি-নার্সারির ক্লাস

ডেস্ক নিউজ: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্লে-নার্সারি-কেজি ও প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক‌–প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে। এখন প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে ক্লাস শুরু হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি প্রাক‌-প্রাথমিক শিক্ষা আছে। এ ছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোতে প্লে গ্রুপ, নার্সারি ও কেজি নামে আলাদা প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।

প্রসঙ্গত, দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এতে উচ্ছ্বসিত স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর