chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি অমান্য, ১১ জনকে চসিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে রোববার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানার ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চান্দগাঁও থানা এলাকা, মৌলভী পুকুর পাড় ও সিএন্ডবি এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে ৭ ব্যক্তিকে মামলা রুজু পূর্বক ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে নগরের ওয়াসা মোড়, এম এম আলী রোড, জিইসি মোড়, কাজির দেউড়ি, প্রবর্ত্তক মোড় ও মেহেদীবাগ রোড এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত অভিযানে ৪ ব্যক্তিকে মামলা রুজু পূর্বক ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর