chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ ব্যক্তিকে জরিমানা করল চসিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ ব্যাক্তিকে মোট তিন হাজার দুইশ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় এসব ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

চসিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার নগরীর আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, এনায়েত বাজার, বাটালী রোড, বিআরটিসি মোড়, কদমতলী, ডিটি রোড ও দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এসব এলাকায় পরিচালিত অভিযানে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ৯ শ টাকা আদায় করা হয়।

পরে নগরের জিইসি, ২নং গেইট, গোলাপাহাড় মোড়, প্রবর্তক মোড় ও বায়েজিদ বোস্তামী রোড এলাকায় পৃথক অভিযান চালান স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এ অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ ব্যক্তিকে ১ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়। তাছাড়া পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

অভিযানে ডেঙ্গু থেকে চট্টগ্রামবাসীকে সুরক্ষা দিতে নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয় এবং পানি জমে যাতে এডিস মশা জন্ম নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিদের্শনা প্রদান করা হয়।

অভিযানে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর