chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লকডাউনে চালু থাকছে শিল্পকারখানা

ডেস্ক নিউজ: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। তবে লকডাউনেও শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে বলে মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে

আজ বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে মঙ্গলবার (২৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর বিধিনিষেধ দেবে সরকার।

এই সময়ে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর