chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সর্বাত্মক লকডাউন’ বৃহস্পতিবার থেকে

ডেস্ক নিউজ: সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে। তবে সোমবার থেকে শুরু হবে সীমিত পরিসরে ‘লকডাউন’।

জানা গেছে, সোমবার থেকে কঠোর লকডাউন জারি করা হলেও অর্থবছরের শেষ সময় হওয়ায় সেই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেছে সরকার।

আজ শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। এ ছাড়া শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে বলে জানা গেছে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও খোলা রাখা হতে পারে।

সভা সূত্রে জানা গেছে, শপিংমল, হোটেল-রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। ১ জুলাই থেকে শুরু হবে সাত দিনের সর্বাত্মক লকডাউন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রোববার জানানো হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর