chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সোহেল হত্যার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর কুরবান আলী সোহেল হত্যার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব।

বুধবার (১৫ জুন) রাতে সাড়ে আটটায় নগরের ইপিজেড থানার দক্ষিণ পতেঙ্গার খেজুরতলা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন, সীতাকুণ্ডের পশ্চিম মুরাদপুর ইউনিয়নের আবুল মনসুরের ছেলে মো. আবু জাফর (৩৪) ও হাসনাবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে মো. সাহাব উদ্দিন (৩৫)।

র্যা ব-৭ এর সহকারি পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার গণমাধ্যকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ মে সীতাকুণ্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন সন্তান কুরবান আলীর মৃত্যু ঘটনায় ১২ আসামির নামে থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত চালায় র‍্যাব এক পর্যায়ে মামলার প্রধান দুই আসামি নগরের পতেঙ্গা এলাকায় আত্মগোপনের বিষয়টি নিশ্চিত হয়। ওই স্থানে অভিযান চালিয়ে এই মামলা দুই আসামিকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতার আবু জাফরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০ টি মামলা রয়েছে। একইসঙ্গে তার সহযোগী মো. সাহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৩ টি মামলা রয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর