chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ভোটার: ইসি পরিচালকের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমান থেকে পালিয়ে আসো রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৬ জুন) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, চট্টগ্রাম জেলার সাবেক সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও ইসি সচিবালয়ের বর্তমান পরিচালক খোরশেদ আলম, জেলা নির্বাচন অফিসের সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া ও পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক।

শরীফ উদ্দিন বলেন, ২০১২ সালে নির্বাচন কমিশনের সাতটি ল্যাপটপ হারিয়ে যায়। এ বিষয়ে বেশ কয়েকটি মামলা হলেও তৎকালীন জেলা নির্বাচন অফিসারসহ আসামিরা কোনো পদক্ষেপ নেয়নি।

বরং হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ দিয়ে রোহিঙ্গাসহ মোট ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামিরা মূলত একে অপরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে দণ্ডবিধির ২০১, ৪০৯, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর