chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গাদের ভোটার: ইসিসহ সাবেক চেয়ারম্যানের বিরদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা নাগরিকদের জন্মনিবন্ধনে সহায়তা এবং জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দায়ে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫জুন) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আসামিরা হলেন, ডবলমুরিং থানা অফিসারের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৪), জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসারের এমএলএসএস মো. নুর আহম্মদ (৪২), হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসারের ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী) মো. সাইফুদ্দিন চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট (অস্থায়ী) সত্য সুন্দর দে, হাটহাজারী মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আবছার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য, মো. নুরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক জন্মসনদ প্রস্তুতকারী মো. বেলাল উদ্দিন, মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা মো. আবদুর ছালাম, মো. আজিজুর রহমান, লাকী (প্রকৃত নাম রমজান বিবি, নজির আহম্মেদ।

দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১ উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের ভোটার নিবন্ধন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করতে সংঘবদ্ধ একটি চক্র জড়িত রয়েছে। ইসির কর্মকর্তারাও এর সাথে জড়িযে পড়েছেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর