chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের সাবেক কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৪ জুন) বিকাল পৌনে ৪টায় রোহিঙ্গাদের এনআইডি ইস্যুতে দুদক জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন।

মামলার আসামিরা হলেন-চসিকের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, ওয়ার্ডের জন্ম নিবন্ধন সনদ সহকারী সুবর্ণ দত্ত, দালাল মো. সিরাজুল ইসলাম, রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসমাইল ও তার স্ত্রী অহিদা এবং তার মেয়ে মেহের জান।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন জানান, মামলায় অভিযুক্তরা প্রতারণার আশ্রয়ে ভুয়া পরিচয়ে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র তৈরি করেছে।

ক্ষমতার অপব্যবহার করে এ কাজে সহায়তা করেছেন চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি। এ কাজে জড়িত মোট ৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর