chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘৬ দফাতে বঙ্গবন্ধু স্বাধীন বাঙালি জাতিসত্তার রূপকল্প চিত্রিত করেন’

নিজস্ব প্রতিবেদক: ছয় দফাতে বঙ্গবন্ধু স্বাধীন বাঙালি জাতিসত্তার রূপকল্প চিত্রিত করেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

এসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নবীজ বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার ছয় দফা দিবস পালনো উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করি তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ৬ দফা বঙ্গবন্ধু কেন ঘোষণা করেছিলেন তার প্রেক্ষাপট কী এবং কেন তাও জানতে হবে। তা না হলে আদর্শিক বিশ্বাসের জায়গাটা দুর্বল হয়ে যাবে।

‘আমরা যে দিবসগুলো পালন করি সেগুলোর তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হবে, আমাদের অনেক বড় নেতার মধ্যে এ বিষয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৩ বছরে দেশকে যে উচ্চতায় পৌঁছে দিয়ে আলোকিত করেছেন, সে তুলনায় আমরা জনগণের আস্থা অর্জনের উচ্চতায় পৌঁছাতে পারিনি।

‘এটা আমাদের ব্যর্থতা এবং এ থেকে শিক্ষা নিয়ে সুখ-দুঃখে তাদের পাশে থেকে সবার মন জয় করতে হবে। তা হলেই দলের গণভিত্তি শক্তিশালী হবে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমাদের পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আস্থা ও সমন্বয়ের মাধ্যমে সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাধান নিশ্চিত করতে হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর