chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে সরকারি পুকুর ভরাটের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন মদনহাট এলাকায় অবৈধভাবে সরকারি পুকুরে ভরাটের অভিযোগে এসএল গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উক্ত জরিমানা করেন।

উল্লেখ্য, রাতের আঁধারে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট উচু ব্রিজের পূর্ব পাশে বড়পুকুর নামে পরিচিত একটি সরকারি পুকুর এস এল গ্রুপের মোঃ লোকমান নামের এক ব‍্যক্তি অবৈধভাবে মাটি ভরাট করে দখলের চেষ্টা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন, সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় পুকুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷

এ সময় পুকুর ভরাটের অভিযোগে মোঃ লোকমান হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এ ব্যাপারে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অবগতপূর্বক অনুরোধ করা হবে৷ সড়ক ও জনপথ দখলের বিষয়ে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

অভিযুক্তদের পুকুর ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় এবং ভরাটকৃত অংশে কোন বাণিজ্যিক কার্যক্রম করবে না বলে তারা মুচলেকা প্রদান করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর