chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীর সব ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারণ কর‌তে হ‌বে: মেয়র

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ দুর্ঘটনা এড়াতে অ‌চি‌রেই নগরীর সব ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারণ করা উ‌চিত ব‌লে জানিয়েছেন চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী।

রোববার (১১ এপ্রিল) সকা‌লে নগরীর ২২নং এনা‌য়েত বাজার ওয়া‌র্ডের গোয়াল পাড়ায় হে‌লে পড়া পাঁচ তলা ভবন প‌রিদর্শ‌নে গিয়ে এ কথা জানান তিনি।

প‌রিদর্শনকা‌লে তি‌নি ভবনটির মা‌লিক কা‌র্তিক ঘোষের প‌রিবার‌কে অ‌চি‌রেই ভবনটি ভেঙে নিরাপদে অপসারণ পূর্বক এলাকা‌কে ঝুঁ‌কিমুক্ত করার আহ্বান জানান।

এ ছাড়া অপসারণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল প্রকার সহ‌যো‌গিতা ও পরামর্শ প্রদান কর‌তে তি‌নি চট্টগ্রাম উন্নয়ন ক‌র্তৃপক্ষ, ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সসহ সং‌শ্লিষ্ট‌দের প্রতি অনু‌রোধ জানান।

চসিক মেয়র ব‌লেন, নগরী‌তে যে সকল ভবন ‌হে‌লে প‌ড়ে‌ছে বা ঝুঁ‌কিপূর্ণ অবস্থায় র‌য়ে‌ছে তার এক‌টি সু‌নি‌র্দিষ্ট তা‌লিকা নিশ্চয়ই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ‌ক্ষের কা‌ছে আ‌ছে। আ‌মি ম‌নে ক‌রি, কোন বড় ধর‌নের বিপর্য‌য়ের আ‌গেই কেবল কা‌র্তিক ঘো‌ষের এ বা‌ড়ি‌টিই নয় বরং নগরী‌তে যতগু‌লো ঝুঁ‌কিপূর্ণ ভবন র‌য়ে‌ছে সব ক‌টি ভে‌ঙে অপসার‌ণে মা‌লিক‌দের বাধ্য কর‌তে হ‌বে।

রেজাউল ব‌লেন, যারা বি‌ল্ডিং কোড না মে‌নে কিংবা প্রয়োজনীয় অনু‌মোদন ছাড়াই ভবন নির্মাণ ক‌রে‌ছে, ভবন‌কে প‌রিবর্ধন ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে যথাযথ আইনি পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আ‌রো ক‌ঠোরতা অবলম্বন কর‌বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

সিএমপি’র ডেপু‌টি ক‌মিশনার (দক্ষিণ) বিজয় বসাক, ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক মো. আজিজুল হক, সিএমপির সহকারী কমিশনাার নোবেল চাকমা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম, মেয়‌রের একান্ত সহকারী আবুল হাসেম এসময় উপ‌স্থিত ছি‌লেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর