chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে পৌঁছালো মেট্রোরেলের কোচ

ডেস্ক নিউজ: অবশেষে জাপান থেকে দেশে এসে পৌঁছেছে প্রথম মেট্রো রেলের কোচ। আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরে নোঙ্গর করে জাপানের ওবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংক।

আগামীকাল বৃহস্পতিবার খালাস শেষে নৌপথেই রওনা দিয়ে সেটি এক সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় গত ৪ মার্চ বিকেল ৩টার দিকে কোচবাহী জাহাজটি জাপানের ওবে বন্দর থেকে রওনা দেন। ২৭ দিন পর বাগেরহাটের মোংলা বন্দরের ভিড়ায় এসে পৌঁছায় এমভি এসপিএম ব্যাংকক জাহাজটি।

মোংলায় আজ দুটি এবং আগামীকাল বাকি ৪টি কোচ খালাসের কথা রয়েছে। এরপর কোচগুলো নিয়ে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ির উদ্দ্যেশে রওনা দেবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাংলাদেশে কোচগুলোর আমদানিকারক। মেট্রোরেলের জন্য কোচগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড।

এই বিভাগের আরও খবর