chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিকার প্রথম ডোজ নিলেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন। টোকিওর একটি হাসপাতালে মঙ্গলবার তিনি এ টিকা নেন। তিন সপ্তাহের বিরতিতে তিনি দ্বিতীয় ডোজ নিবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের জন্যে সুগা আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সুগাই বিদেশী কোন নেতা যার সাথে বাইডেন প্রথমবারের মতো সরাসরি বৈঠক করতে যাচ্ছেন।

সুগা এর আগে টিকা নেয়ার জন্য মধ্য এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছিলেন। দেশটির ৬৫ বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া শেষ করার পর তিনি টিকা নেবেন বলে জানিয়েছিলেন।

জাপানের জনগণের মধ্যে টিকা নেয়ার বিষয়ে আগ্রহ কম। তাই টিকার নিরাপত্তা নিয়ে জনগণকে পুনরায় আশ্বস্ত করতে তিনি টিকা নিয়েছেন বলে বলা হচ্ছে।

কিউদো নিউজ পরিচালিত এক জরিপে দেখা গেছে, কেবলমাত্র ৬৩.১ শতাংশ জাপানী টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

চখ

এই বিভাগের আরও খবর