chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কিউইদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

ডেস্ক নিউজ: সিরিজের তৃতীয় ও শেষ ওডিআইতে কিউইদের কাছে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে ওয়েলিংটনে টস হেরে আগে বোলিং করে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে কনওয়ে ও মিচেলের জোড়া শতকে ৩১৮ রান সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড।

দলে ফিরে বল হাতে ৩টি উইকেট শিকার করেন রুবেল। মুস্তাফিজ, তাসকিন ও সৌম্য প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।

জবাবে মাঠে নেমে প্রতিরোধ-ই গড়তে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড বোলার মাট হেনরির তোপের মুখে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

এরপরের ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলো জিমি নিশামের পাঁচ শিকারে। দলের হয়ে একমাত্র ফিফটি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৭৩ বলে ৭৬ রান করে অপরাজিত ছিলেন তিনি।

এদিনও উইকেটের পেছনে গ্লাভস হাতে একটি ক্যাচ ও একটি রানআউট মিস করেন মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড – ৩১৮/৬ (৫০ ওভার)
ডেভিন কনওয়ে – ১২৬ (১১০)
ডার্ল মিচেল – ১০০ (৯২)*
রুবেল হোসেন – ১০ – ১ – ৭০ – ৩

বাংলাদেশ – ১৫৪/১০ (৪২.৪ ওভার)
মাহমুদউল্লাহ রিয়াদ – ৭৬ (৭৩)*
জিমি নিশাম – ৭.৪ – ১ – ২৭ – ৫

ম্যাচসেরা : ডেভন কনওয়ে

ইনি/চখ

এই বিভাগের আরও খবর