chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় ২ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ (পটিয়া সার্কেল-১) এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ২ শত ফুট সেগুন কাঠ

গোপন তথ্য পেয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার কচুয়াই ইউনিয়নে উত্তর শ্রীমাই বদলাপুকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সেগুন কাঠ উদ্ধার করা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান। এসময় এফজি শহিদুল রহমান, রফিকুল ইসলাম, মো. কায়ইছার, হেডম্যান মহিউদ্দিন, ভিলেজার জেবল হোসনে ও মাহবুব রহমানসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন তথ্যে জানতে পারি উপজেলার কচুয়াই শ্রীমাই এলাকায় অবৈধ সেগুন কাঠ মজুদ রাখা আছে।

অভিযানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২শত ফুট সেগুন কাঠ উদ্ধার হয়। এ ধরনের অভিযান চলামান থাকবে বলে তিনি জানান।

পটিয়া বনবিভাগ বিগত ৫ মাসে ৩০টি অভিযান পরিচালনা করে কোটি টাকার কাঠ জব্দসহ বন আইনে ৩০টি মামলা হয়েছে বলে জানা গেছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর