chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাভাইরাস: শনাক্ত ১৮৬৫, মৃত্যু ১১

ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাসে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন।

বুধবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৫৬ জন বেশি শনাক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৩ লাখ ৪ হাজার ৮৫৭টি হয়েছে সরকারি এবং ১০ লাখ ২৩ হাজার ৪১২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ০৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে পুরুষ ৮ ও নারী ৩ জন। গতকালের চেয়ে আজ ১৫ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ২৬ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৬০৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৩৫২ জন। গতকালের চেয়ে আজ ১৫৮ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর