chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাড়পত্র ছাড়া পুরনো জাহাজ কাটায় ১৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপইয়ার্ডকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ছাড়পত্র ছাড়া পুরাতন জাহাজ কাটার অপরাধে এ জরিমানা করা হয়।

বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

তিনি বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়াই চিটাগাং মেরিন শিপ ইয়ার্ড কারখানায় পুরাতন জাহাজ কাটছে। এমন অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানিতে ডাকা হয়।

শুনানিকালে প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর