chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪ ট্রেনের ২৩৩ যাত্রীকে অর্ধলক্ষাধিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে চার আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ২৩৩ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানার ৫৩ হাজার ২৩০ টাকা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পূর্বাঞ্চল রেলওয়ের অধীনে ভ্রাম্যমাণ টিকিট চেকিং দলের সদস্যরা এই ভাড়াসহ জরিমানা আদায় করেন।

যাত্রীবাহী আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলো হলো-
চট্টগ্রাম থেকে মযমনসিংহগামী বিজয় এক্সপ্রেসে (785 আপ) ৭৬ জন যাত্রী হতে জরিমানাসহ ২৪ হাজার ৩৯০ টাকা। চট্টগ্রাম হতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে (801 আপ) ২৪ যাত্রী হতে জরিমানা সহ ৪হাজার ৯০টাকা।

ঢাকা হতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে (704 ডাউন) ৫৬ জন যাত্রী হতে জরিমানা সহ ১০ হাজার ৮৯০টাকা। চট্টগ্রাম হতে চাদঁপুরগামী মেঘনা এক্সপ্রেসে (729 আপ) ৭৭জন যাত্রী হতে জরিমানাসহ ১২ হাজার ৮৬০টাকা আদায় করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ইনস্পেকটর (টি-চট্টগ্রাম) মহিউদ্দিন পাটোয়ারী বলেন, ‘ সকাল থেকে ৪টা আন্তঃনগর ট্রেনে বিনাটিকেটে ২৩৩জন যাত্রীকে ৫৩ হাজার ২৩০ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করেছি। পরবর্তীর জন্য এসব যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর