chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যশের পর শ্রাবন্তীও বিজেপি দলে

ডেস্ক নিউজ: বেশ কয়েকদিন আগে বিজেপিতে যোগ দেন ঢালিউড অভিনেতা যশ। এবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তিনি।

তৃণমূলের সমর্থক হয়েও হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‌‘অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।’

শ্রাবন্তী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক মতাদর্শে তিনি মুগ্ধ। তার জন্যই ওই দলে যোগ দিয়েছেন। মানুষ তাকে বরাবর ভালবেসেছে। তার ধারণা, সেই ভালোবাসার জোরেই আসন্ন নির্বাচনে তিনি মানুষের আরও কাছে পৌঁছে যাবেন।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর