chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নালায় ময়লা ফেললে আশে পাশের বাসিন্দাদের জরিমানা করা হবে-মেয়র

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর দায়িত্ব রয়েছে।

আমরা ১০০ দিনের কর্মসূচি নিয়ে নালা-নর্দমা পরিষ্কার শুরু করবো। মশা নিধনে ওষুধ ছিটাবো।
তবে নগরবাসীর প্রতি অনুরোধ আপনারা নালায় আবর্জনা, পলিথিন ফেলবেন না। পরিষ্কারের পর নালায় ময়লা ফেলা হলে এর আশে পাশের বাসিন্দাদের জরিমানা করা হবে।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোবারক আলীর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্থানীয় রাজনীতিক আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দীক ও উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।

চখ/আরএস/এএমএস

এই বিভাগের আরও খবর