chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মুজিব জন্ম শতবর্ষের কর্মসূচিতে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বোয়ালখালী উপজেলা পর্যায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজসুম সুলতানা সীমা উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো. দেলোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান কাজল দে, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ক্যাব বোয়ালখালীর সভাপতি ওবায়দুল হক হক্কানি, বোয়ালখালী প্রেসক্লাব অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, বোয়ালখালী এন জামান হোটেল পরিচালক মোহাম্মদ আবছার, বনফুল বোয়ালখালী শাখার পরিচালক এস এম জিবু, ফুলকলি বোয়ালখালী শাখার পরিচালক মোহাম্মদ জাহিদ সহ হোটেল-রেস্তোরী প্রতিনিধি, মিষ্টি -বেকারি, খাদ্য শিল্প প্রতিষ্ঠানের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর