chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপির ৫৬ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৫৬ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন ডা. শাহাদাত হোসেন

তিনি বলেন, গ্রেপ্তার নির্বাচনী এজেন্টদের ছাড়িয়ে আনতে কমিশনকে অনুরোধ জানিয়েছি। আর যদি কমিশন এতে বিফল হয় তাহলে নির্বাচন কমিশন ব্যর্থতার দায়ভার নিয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসা উচিত। যেহেতু এজেন্টরা নির্বাচনের একটি অংশ।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়ে বের হয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যাপক জনসমর্থন আমাদের পক্ষে থাকায় এ ধরনের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন কর্মকর্তাকে আমরা এ পর্যন্ত ৪০টি অভিযোগ দিয়েছি। এসবের কোনো সমাধান হয়নি। গত ৭ দিন ধরে যেসব মিথ্যা মামলা হয়েছে, এই মিথ্যা মামলায় যাতে গ্রেপ্তার করা না হয় সেজন্য কমিশনকে বলেছি। আমাদের দাবি, এসব মামলা প্রত্যাহার করা হোক। যারা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর