chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকার ভোটারদের কেন্দ্রবিমুখ করার ষড়যন্ত্র করছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: সরকার ভোটারদের কেন্দ্রবিমুখ করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন

তিনি বলেন, যেখানে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সাধারণ ছুটি ঘোষণাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন সেখানে সাধারণ ছুটি ঘোষণা না করে সরকার ভোটারদের কেন্দ্রবিমুখ করার ষড়যন্ত্র করছে।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে নগরের উত্তর পতেঙ্গা, দেওয়ান বাজার ও বক্সিরহাট ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহাদাত বলেন, চট্টগ্রাম শিল্প ও ব্যবসাবান্ধব নগরী, এখানে হাজার হাজার কলকারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করছেন। ভোটের দিন ভোটাররা তাদের কর্মস্থলে না গিয়ে ভোট কেন্দ্রে কীভাবে যাবে? এতে করে ভোটার উপস্থিতি কমে যাবে।

‘এ সুযোগে সরকারি দল তাদের প্রার্থীকে বিজয়ী করতে নগরে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালাবে।’

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি নগরের আবাসিক হোটেল, রেস্ট হাউসগুলোতে চট্টগ্রামের আশপাশের এলাকার বহিরাগতরা অবস্থান করছে।

‘এমনিতে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে যেকোনো নির্বাচনে ভোটারদের আস্থা নেই। ভোটাররা কেন্দ্র বিমুখ হয়ে পড়ছে।’

গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য মো. আলী, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর