chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডা. জাফরুল্লাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে নাসরিন আক্তার নামে এক প্রসূতির অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তার স্বামী এস এ আলম সবুজ এ মামলা করেন।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলা দায়ের করা হয়।

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় উল্লিখিত বাকি আসামিরা হলেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।

আদালতের পেশকার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাসরিন আক্তার নামে এক প্রসূতিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসার জন্য তার পরিবার নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তার চিকিৎসা সঠিকভাবে না হওয়ার প্রসূতির মৃত্যু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর