chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিক নির্বাচন : বিদ্রোহী প্রার্থীদের হানিফের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র উদ্যোগে চট্টগ্রাম বিভাগের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্রোহীদের উদ্দেশে হানিফ বলেন, ‘কিছু কিছু (চসিক) জায়গায় বিদ্রোহী হিসেবে কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এদের ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। ইতিপূর্বে স্থানীয় নির্বাচনে বিদ্রোহী হিসেবে যারা অংশ নিয়েছিলেন তাদের পরবর্তীতে আর দলীয় প্রতীক দেওয়া হয়নি। এবারের চসিক নির্বাচনেও দলের সমর্থিত প্রার্থীর বাইরে যারা নির্বাচন করবেন এবং দলীয় অবস্থান থেকে প্রার্থীদের পক্ষে কাজ করবেন না, তাদের ভবিষ্যতে আওয়ামী লীগ বা নৌকার প্রতীক পাওয়ার সুযোগ থাকবে না।’

নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা (বিএনপি) অংশ নেয়। প্রথম থেকেই তারা এটি বিরোধিতা করে আসছেন। এর আগেও ইভিএম নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন নির্বাচনে এর মাধ্যমে ভোট হয়েছে। এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজ্জাদ আলম সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার তৌহিদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের দুই হাজার শিক্ষার্থীর হাতে জিপিএ-৫ সম্মাননা তুলে দেওয়া হয়।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর