chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘জাতীয় পার্টিই আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি’

ডেস্ক নিউজ: জাতীয় পার্টিই (জাপা) আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (১৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়। তাই কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না।

‘সে কারণে জাতীয় পার্টিই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি। নতুন প্রজন্মের সামনে জাতীয় পার্টিই হচ্ছে রাজনীতির একমাত্র প্লাটফর্ম।’

তিনি বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জামিনে আছেন। এ কারণে দলটি নেতৃত্ব সংকটে আছে। তারা রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছে না।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই জাতীয় পার্টিকে জবাই করতে ষড়যন্ত্র করেছে। কিন্তু জাতীয় পার্টি টিকে আছে। সারাদেশেই জাতীয় পার্টির সমর্থক আছে।

‘আগামী দিনে জাতীয় পার্টিই দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর