chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩৬ রানেই শেষ ভারতের ইনিংস

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

খেলাধুলা ডেস্ক : অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জা সঙ্গী হল ভারতের। মাত্র ৩৬ রানেই শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস।

দলীয় মাত্র ৩১ রানেই পড়েছে ৯ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারলেন না। সর্বোচ্চ করেছেন মায়াঙ্ক আগারওয়াল ৯ রান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান অলআউট হওয়া ছিল ভারতের পক্ষে সর্বনিম্ন।

প্যাট কামিন্স (৪/২১) ও জস হ্যাজেলউডের (৫/৮) এর বোলিং তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। অ্যাডিলেডে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের তৃতীয় দিনের সকালে বিরাট ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত।

শুরুর দিকেই মাত্র ৪ রানের ব্যবধানে ৫ উইকেট খুইয়ে বসে ভারত। তারপর জারি থাকে উইকেট পতন। শেষমেশ ৩৬ রানে শেষ হয় ইনিংস। ৯ উইকেটে ৩৬ রানে খেলার সময় হাতে চোট পান মহম্মদ শামি। তিনি রিটার্য়ার্ড হার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই লজ্জার নজির সঙ্গী হয় ভারতের।

এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিযে যায়। ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত।

মাত্র ৩৬ রান তোলার জেরে ভারতের মোট লিড দাঁড়ায় ৮৯। চার টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিতে এখন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রয়োজন হবে মাত্র ৯০ রান সংগ্রহ করা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর