chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গার খামার বাড়ীতে শেষ হল মুক্তিযুদ্ধের উপর নির্মিত নাটক “৭১ তুমি কার’র শুটিং

বিনোদন ডেস্ক : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর বাহিনীর দোষরদের সহায়তায় পাক হানাদার বাহিনী দেশব্যাপি তান্ডব চালিয়ে ছিলো।

দেশদ্রোহী বেইমান রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতার লাখো মা বোনদের ইজ্জত লুন্ঠিত হয়েছিলো পাক বাহিনীর হাতে।

স্বাধীনতার সূর্যোদয়কে তবুও থামিয়ে রাখতে পারেনি পাক হায়নার দল। বাংলার দমাল ছেলেরা জীবন বাজী রেখে ঝাঁপিয়ে পড়েছিলো দেশ রক্ষায়। নিয়েছেন পবিত্র দায়িত্ব।পতেঙ্গার খামার বাড়িতে মুক্তিযুদ্ধের নাটক

অবশেষে দেশ স্বাধীন হলো। রেখে গেলো কিছু স্মৃতি। রেখে গেল পিতাহার সন্তানের চোঁখের জল, ধর্ষিতা রমনীর করুন আর্তনাদ। তেমনি এক গল্প নিয়ে এম এ মান্নান হিমেল এর রচনায় লালন দাশ এর পরিচালনায় নির্মিতব্য নাটক“৭১ তুমি কার” শুটিং শেষে এখন এডিটিং এর টেবিলে।

চলতি বছরের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গার অবস্থীত একটি খামার বাড়ীতে এর শুটিং শেষ হয়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন, মোশারফ ভূঁইয়া পলাশ, জুলিয়েট জন টসকানো, আহমেদ কামাল আফতাব, শাহিন চৌধুরী, আর কে রুবেল, আল হসনাত মাসুম সিহাব, সমিরন পাল, রাখাল চন্দ্রগোষ, জসিম উদ্দিন চৌধুরী, খোকন মজুমদার, পারভেজ চৌধুরী, মামুন খান রাহি,অধরাসহ আরো অনেকেই।

চিত্রনাট্য ও সহোযোগিতায় আশরাফুল করিম সৌরভ এবং এর চিত্রধারন করেছেন প্রান্ত সর্মা। তিনি জানান, মুক্তিযিদ্ধ ভিত্তিক ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত নাটক “৭১তুমি কার?” আশাকরি সবার মন জয় করতে সচেষ্ট হবে।

চখ/রাজীব প্রিন্স

এই বিভাগের আরও খবর