chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ৬ কোটি ৭৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী অব্যাহত আছে করোনার তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে বিশ্বের ৫ লাখ ২৭ হাজার ২০৯ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৮১৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে ৮ হাজার ১০৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪৯ হাজার ৮০৭ জনে ঠেকেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ২০ হাজার ২৯৯ জন রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৪৩ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৭ লাখ ৪ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪০ হাজার ৯৯৪ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৬ লাখ ২৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৪ লাখ ৮৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৫৯৭ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৯৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৫ হাজার ৫২১ জনের।

বাংলাদেশে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৮৭৪ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর