chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কবে ফিরবেন ব্যাটসম্যান সাকিব?

খেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। সম্প্রতি একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে খেলায় ফিরেছেন তিনি। এক বছর পর মাঠে ফিরে দুর্দান্ত কিছু করে দেখানো কঠিন। তবে খেলোয়াড়টি সাকিব আল হাসান বলেই প্রত্যাশাটা একটু বেশিই থাকে ভক্তদের।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোলার সাকিবের দেখা মিললেও ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ব্যাট হাতে কেমন বাজে যাচ্ছে সাকিবের দিন সেটা জানার জন্য পরিসংখ্যানই যথেষ্ট। এ পর্যন্ত হওয়া টুর্নামেন্টের ৬ ম্যাচে সাকিব করেছেন মাত্র ৫৯ রান। খেলেছেন ৫৪ বল।

টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয় খুলনা। সেখানে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ১৩ বলে ১৫ রান করে আউট হয়ে যান সাকিব। এর পর বাকি ৫ ম্যাচেও নিজের ছায়া হয়ে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখন পর্যন্ত খেলা খুলনার ৬ ম্যাচে সাকিবের রান যথাক্রমে- ১৫(১৩), ১২(৯), ৩(৭), ১১(৯), ১৪(১০), ৪(৫)। স্কোরগুলো দেখে বলাই যায়, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব।

তবে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে আলো ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পর নিজের প্রথম ম্যাচেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে ৩ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নেন তিনি। পরের ম্যাচগুলোতে সাকিবের বোলিং ফিগার যথাক্রমে ৪-২৭-০, ৪-১৪-০, ৪-৮-১, ৪-২২-১, ৪-১৭-০।

৬ ম্যাচে ২৩ ওভার বোলিং করে ১০৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন সাকিব। উইকেট বেশি নিতে না পারলেও রান আটকানোতে ভূমিকা রেখেছেন। যা অন্য বোলারদের উইকেট তুলে নিতে সাহায্য করেছে।

আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে জেমকন খুলনা। বোলার সাকিবের পাশাপাশি ব্যাটসম্যান সাকিবও জ্বলে উঠবেন এই প্রত্যাশা টাইগার ভক্তদের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর