chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান সাকিব

খেলাধুলা ডেস্ক : বঙ্গবন্ধু টি-২০ কাপে মিরপুর স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।

আজ শনিবার (২৮ নভেম্বর) জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ রান দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বল ফাইনলেগে পাঠিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পেয়ে যান সাকিব।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে নিজ ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের রেকর্ড এখনো তামিমের। ২১০ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার ৮৬৪ রান। এরপরেই সাকিব আর সাকিবের পর তৃতীয় সর্বাধিক চার হাজার ৪২ রান করেছেন মুশফিকুর রহিম।

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর আগে এই মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন সাকিব। তিন ম্যাচ খেলে যা পূর্ণ করলেন তিনি।

শনিবার ইনিংসের চতুর্থ ওভারে শরীফুলের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। ৩১১ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার রান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর