chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তানকে অনুশীলনের অনুমতি দিল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক: অবশেষে নিউজিল্যান্ড সফরে অনুশীলনের অনুমতি পেয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দলের সকল সদস্যের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে নিউজিল্যান্ডে গিয়ে বিপাকে পড়েছিল পাকিস্তান। অনুশীলন শুরু আগেই করোনা আক্রান্ত হন দলের ৬ জন সদস্য।

পরে দ্বিতীয় দফায় পরীক্ষায় আরও ২ জন সদস্য করোনা পজেটিভ হন। যার ফলে কিউইদের বিপক্ষে সিরিজটি নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল তারা।

তবে ভালো খবর হলো, করোনা মুক্ত হয়েছেন আক্রান্ত হওয়া ক্রিকেট দলের সকল সদস্য। সোমবার (০৭ ডিসেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

করোনা আক্রান্ত হওয়ার ১২ দিন পর সবাই করোনা মুক্ত হয়েছেন। এছাড়া বাকি সকল সসদ্যদেরও করোনা নেগেটিভ এসেছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) আইসোলেশন থেকে মুক্ত হবেন ক্রিকেটাররা। তবে অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে পাকিস্তানকে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর