chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ার চরহাটে ভয়াবহ আগুন, পুড়েছে দেড় ডজন দোকান

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ার চরহাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ টি দোকান পুড়ে গিয়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবী করছে ক্ষতিগ্রস্থরা।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুটিবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজ্বী ইউনুস। তিনি জানান, চরহাটের একঠি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলেও মুহুত্বেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে মুদি দোকান, কসমেটিক দোকান, কাপড়ের দোকান, সেলুন, টেইলারিং দোকান, কুলিং কর্ণার ও মোবাইলের দোকানসহ অন্তত দেড় ডজনের মত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মী শামিম আকন্দ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে জানানো হবে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদেরকে আর্থিকভাবে সহযোগীতার আশ্বাস দিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু। তিনি আজ শুক্রবার জুমার নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর