chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাকসিন নেবই না বোলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা না নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিভিন্ন সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এ সময় ডানপন্থী এই নেতা বলেন, কংগ্রেসের পক্ষে ব্রাজিলিয়ানদের ভ্যাকসিন দেওয়ার সম্ভাবনা নেই।

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। যদিও বিষয়টিকে গত কয়েক মাস ধরেই তেমন একটা ‘গুরুত্ব’ দিচ্ছেন না গত জুলাইয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া বোলসোনারো।

বিবৃতিতে তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই, আমি করোনার ভ্যাকসিন নিচ্ছি না। এটা আমার অধিকার।

করোনাভাইরাসে ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬২ লাখের বেশি।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর