chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ট্রাকবোঝাই ২৫০ ঘনফুট চোরাই সেগুন কাঠ আটক

চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ফকিরহাটস্থ কালুশা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকবোঝাই ২৫০ ঘনফুট চোরাই সেগুন কাঠ আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় পাচারের তথ্য পেয়ে এ বিশেষ অভিযানটি পরিচালনা করে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ। অভিযানে আটক ট্রাক থেকে জব্দ করা হয়েছে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ।

জানা যায়, চট্টগ্রাম থেকে চোরাই সেগুন কাঠ বোঝাই করে ঢাকা অভিমূখী নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো-১৮-০৫৭৭) একটি ট্রাক। এমন সংবাদে চট্টগ্রাম বন বিভাগের শহর রেঞ্জ ও ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন যৌথ উদ্দ্যেগে অভিযান পরিচালনা করে।

তথ্যমতে কাঠবোঝাই ট্রাকটি আটক করে ফৌজদারহাট বিট কার্যালয়ে নিয়ে যায়। সেখানে আনুমানিক ২৫০ ঘনফুট সেগুন কাঠ ছিল বল জানিয়েছে বন কর্মকর্তারা।

এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জ ফরেস্টার মো. নাজমুল হাসান বলেন, আটক ট্রাক ও কাঠগুলো জব্দ করা হয়। তাছাড়া এ ঘটনায় বন আইনে একট মামলা দায়ের করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর