chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী নদীর হালদামুখ থেকে ৫শ’ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬ লক্ষাধিক টাকা মুল্যের ৫শ’ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদীর হালদার মুখ নামক এলাকায় ইঞ্জিন চালিত একটি বোটে তল্লাশী চালিয়ে এসব চোরাই সেগুন কাঠ উদ্ধার করে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় বিশেষ অভিযানের নের্তৃত্ব দেন স্পেশাল টিমের প্রধান ফরেস্টার সৈকত চৌধুরী।

এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা আরিফুল আলম জানান, গোপনে সংবাদ পেয়ে অবৈধ কাঠ পাচার প্রতিরোধে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রাত প্রায় আড়াইটার দিকে একটি ইঞ্জিন বোট বোঝাই করে সেগুন কাঠ পাচারের সময় বন বিভাগের স্পেশাল টিমের সদস্যরা বোটটি আটক করে তল্লাশী চালায়। বোট থেকে ৫শ’ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।

আটক কাঠ ও ইঞ্জিন বোটটি বন বিভাগের কালুরঘাট ডিপু হেফাজতে নিয়ে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে বলে জানান আরিফুল আলম।

অভিযানের সময় স্পেশাল টিমের সদস্য এফজি জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সালেহ আহাম্মদ, নুরুল আলম, আবুল হোসেন এবং মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর