chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাষ্ট্রদোহ মামলায় চবি শিক্ষক আনোয়ার হোসেনের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় পরবর্তী শুনানি পর্যন্ত উচ্চ আদালতের জামিন বহাল থাকবেন বলে আদেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখরুদ্দীন জানান রাষ্ট্রদ্রোহ মামলায়  হাইকোর্টের ৬ সপ্তাহের  অন্তর্বর্তীকালীন জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আনোয়ার হোসেন চৌধুরী।  যেহেতু মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে পর্যালোচনা করার জন্য আদালতের কাছে কয়েকদিন সময় চাই। আদালত সাত দিনের সময় মঞ্জুর করেছেন। আনোয়ার হোসেনের জামিন পরবর্তী শুনানির দিন পর্যন্ত বহাল থাকবে বলে আদেশ দেন আদালত।

এমএইচকে/নচ

এই বিভাগের আরও খবর