chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরপুরে গেলেও ফিটনেস টেস্ট দেননি সাকিব

খেলা ডেস্ক: নিষেধাজ্ঞার কারণে এক বছরেরও বেশি সময় বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় আসা হয়নি সাকিব আল হাসানের। গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হন তিনি।

এরপর আজ (৯ নভেম্বর) সকালে ফিটনেস টেস্ট দিতে মিরপুর শের-ই-বাংলায় এসেছিলেন সাকিব। কিন্তু এদিন ফিটনেস টেস্ট দেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সব ঠিক থাকলে আগামী বুধবার তাঁর ফিটনেস টেস্ট নেয়া হবে।

৯ নভেম্বর (সোমবার) সাংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার।

তিনি বলেন, যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড পরীক্ষা করানো হয়নি। এটা একটা ভাবনার কারণ। এছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে।

‘ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে। বুধবার হতে পারে তার ফিটনেস টেস্ট।’

বিসিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনের এই ফিটনেস টেস্টে সাকিবসহ অংশ নিচ্ছেন ১১৩ ক্রিকেটার। মঙ্গলবার ফিটনেস টেস্টের দ্বিতীয় ও শেষ দিন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর